বিনোদন রিপোর্ট: দেশের সৃজনশীল ব্যক্তিদের একই প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্দেশে এবং তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট-২০১৮। আগামী ২৩ এপ্রিল শুরু হয়ে এই ফেস্টটি চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই ফেস্টের আয়োজন করতে যাচ্ছে বেঙ্গল সি হাব। আয়োজনে বাংলাদেশে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সম্ভাবনা, পেশাদারিত্ব এবং সৃজনশীল খাতে উন্নয়নের বিষয়ে বিভিন্ন সেশন থাকবে। বেঙ্গল সি হাবের ম্যানেজিং ডিরেক্টর ইশিতা আজাদ বলেন, আমাদের সিগ্নেচার ইভেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট -এর আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই ফেস্ট আমাদের দেশের সৃজনশীলদের এগিয়ে রাখবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সৃজনশীলদের সঠিক পরিচর্যা করলে এ খাতে আমাদের দেশ আরও উন্নতি করবে। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই বøুস কমিউনিকেশনসকে, যারা ফেস্টটি উৎযাপন করতে আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। এছাড়া পাঠাও বাংলাদেশকে, যারা যাতায়াতের সুবিধা দিচ্ছে; এবং বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে যারা উঠতি সৃজনশীল তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য আগ্রহ প্রকাশ করে এগিয়ে আসছে। ফেস্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেঙ্গল গ্রæপ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েল লিটু, প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ। দুই দিনব্যাপী এই আয়োজনে জীবনের কঠিন পথে কিভাবে সৃজনশীল ক্যারিয়ার গড়তে হয়, মৌলিকত্বের জন্য সংগ্রাম, সৃজনশীল পেশাজীবীদের পরিচয় এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন