শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাউছুল আজম বড়পীর ছিলেন ইলম ও আমলের অধিকারী -বদরপুর পীর সাহেব

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঐতিহ্যবাহী দা’ওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের পীর ছাহেব কেবলা আল্লামা মুফতি শাহ্ সাঈয়্যেদ মু’তাসিম বিল্লাহ্ রব্বানী বলেছেন; গাউছুল আযম হযরত বড় পীর সাঈয়্যেদ আব্দুল কাদের জিলানী (রহ.) ছিলেন ইলম ও আমলের অধিকারী।
পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব সদরঘাট খানকায়ে উসমানিয়া রব্বানীয়া বদরপুর দরবার শরীফে এক বিরাট আজিমুশ্বান যিকির ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে; মেজ, ও ছোট পীর ছাহেব কেবলাগণ। প্রধান বক্তা ছিলেন; মুফতি মুখতার রেজা মাসুমী ফায়েজে উসমানি, পীর ছাহেব, মাসুমীয়া দরবার শরীফ। সভাপতিত্ব করেন; আলহাজ আব্দুস সালাম হিরণ মিয়া, সভাপতি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি। পীর ছাহেব আরো বলেন; গাউছে পাক ছিলেন তৎকালীন যুগে ধর্মীয় উগ্রবাদী গ্রæপের মূল উৎপাটনকারী বাতিল ৭২ ফের্কার বিরুদ্ধে সোচ্চার আহলে সুন্নাত ওয়াল জামাতের এক বীর মুজাহিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন