শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় শফিউল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। তিনি শনির আখড়া এলাকায় বসবাস করতেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে শনির আখড়া ব্রীজের পাশের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন শফিউল্লাহ।
এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় দীপু নামে এক পথচারি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন