শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

গ্রেকের আয়োজনে নর্দান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সেমিনার

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত ১৯ এপ্রিল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ফামার্সি বিভাগ এবং বাংলাদেশের স্টুডেন্টদের উচ্চশিক্ষায় অবদান রাখা হিতৈষী প্রতিষ্ঠান গ্রেকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “Seminar or Higher Studies Abroad: Prospects & Challenges” সেমিনার।
হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের নিয়ে তথ্যবহুল এ সেমিনারে আলোচক ছিলেন কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পোস্টেকের প্রাক্তন গবেষক সাইফুল রনি। সেমিনারে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ২ শতাধিক শিক্ষার্থী। এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হারুন অর রশিদ এবং সহযোগী অধ্যাপক ড. তালেব হোসাইন সহ অন্য শিক্ষকগন। সেমিনারে আলোচনা হয় হায়ারস্টাডি জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা সহ জিআরই, টোফেল এবং আয়েল্টস পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন নিয়ে। সেমিনারের শেষাংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর করা হয়।-বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন