শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বোদায় পাট চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকে | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে পাট চাষ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চৈত্র ও বৈশাখ মাস পাট চাষের উপযোগী। কিন্তু চৈত্র শেষে বৈশাখ মাসে এ অঞ্চলের কৃষকরা তাদের জমিতে পাট বীজ বেশি ফেলে থাকে। কারণ চৈত্র মাসে জমি শুকনো থাকে। শুকনো মাটিতে পাট বীজ গজায় না। কোন কোন কৃষক শুকনো মাটিতে সেচ দিয়ে বীজ ফেলায়। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ১লা বৈশাখ থেকে যে ভাবে অতিবৃষ্টি শুরু হয়েছে এতে পাট ক্ষেত নষ্ট হতে বসেছে। যে কৃষকরা পাট বীজ মাটিতে ফেলেছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন তাদের পাট ক্ষেত নিয়ে। কারণ, পাট ক্ষেতে পানি জমে আছে। তাছাড়া প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। মাটি ভিজা থাকার কারণে পাট ক্ষেতে বেশি করে আগাছা জন্মাবে। আর বেশি আগাছা জন্মালে ঐ পাট ক্ষেতে নষ্ট হয়ে যাবে। উপজেলার অনেক পাট চাষী মনে করছেন এখন থেকে যদি অতিবৃষ্টি কমে যায় তাহলে অনেক পাট চাষী নতুন করে আরো ক্ষেতে বীজ ফেলানো শুরু করবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ বলেন, উপজেলায় চলতি মৌসুমে পাট চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১,৮০০ হেক্টর। এখন পর্যন্ত কৃষকরা পাট ফেলানো শেষ করেনি। তিনি আরো বলেন, পাট একটি অর্থকরী ফসল হওয়ায় আমরা কৃষি বিভাগ থেকে পাট চাষে চাষীদের উদ্ধুদ্ধ করছি। কারণ পাট দিয়ে এখন নানান রকমের জিনিসপত্র তৈরী হচ্ছে। বাজারে পাটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকলে তাহলে কৃষকদের আশঙ্কা থাকবে না বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন