চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা প্রিমিয়ার লিগের নারী আনসার দলের ক্রিকেটার নাজবীন খান মুক্তা (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী গ্রীন লাইন পরিবহণের বাসে তল্লাশি চালিয়ে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, গ্রীন লাইন পরিবহণের শীতাতপ নিয়ন্ত্রিত বাস নগরীর শাহ আমানত সেতু এলাকা অতিক্রম করে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করার সময় সেটিতে রুটিন তল্লাশি চালায় পুলিশ। এই সময় বাসের যাত্রী নাজবীন খান মুক্তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি চালানো হয়। এই সময় তার লাগেজে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তারকৃত মুক্তা নিজেকে ঢাকা প্রিমিয়ার লিগের নারী আনসার দলের নিয়মিত ক্রিকেটার বলে পরিচয় দিয়েছেন। তার বাসা ঢাকার সেগুনবাগিচা এলাকায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন