রাজধানীর বিমানবন্দর এলাকাতে চলন্ত সিএনজি থেকে এক তরুণীকে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কে বা কারা কেনইবা তাকে ফেলে গিয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে। সিএনজি থেকে পড়ে মেয়েটি অচেতন অবস্থায় সড়কে পড়েছিল। তার নাম তানিয়া (২০)। বর্তমানে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল কালো ফতুয়া, জিন্স ও কেডস।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য ঘটনাটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে হাসপাতালে পাঠায়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় বলেন, মেয়েটি তার নাম তানিয়া বলেছে। তাকে হাসপাতালে নেয়ার পর সে শুধু নিজের নাম আর মোবাইল নম্বর বলতে পেরেছে। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন