শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিগগিরই বাংলাদেশের অর্থনীতি ভারত-তুরস্কের মতো হবে -জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:৫৮ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব শিগগির ভারত, মেক্সিকো ও তুরস্কের মতো হবে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংবাদভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেছেন জয়।

তিনি বলেন, মাত্র ৪৭ বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশ দ্রুতই উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। জাতিসংঘের উন্নয়নবিষয়ক কমিটি গত মার্চে ঘোষণা দিয়েছে যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের(ডিসি) সব ধরনের যোগ্যতা সফলতার সঙ্গে অর্জন করেছে বাংলাদেশ।

সজীব ওয়াজেদ জয় বলেন, এটি অনেকটা আমলাতান্ত্রিকতার মতো শোনাচ্ছে। কিন্তু আসলে তা নয়, জাতিসংঘের এ ঘোষণায় বাংলাদেশে উৎসব হয়েছে।

বাংলাদেশ কীভাবে এ যোগ্যতা অর্জন করতে পেরেছে তা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পলিসিগুলোতে বেশি গুরুত্ব পেয়েছে সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার বিষয়টি। এতে বিশেষ করে নারীরা শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা ভোগ করতে পেরেছে।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তিগত উন্নয়নও তরান্বিত হয়েছে বলে জানান সজীব ওয়াজেদ জয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন