শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসির নারী কেলেংকারীর অভিযোগ প্রত্যাহার

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ৮:২০ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিনের নামে দেয়া মিথ্যা নারী কেলেংকারীর অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আফরিদা খাতুন ঝিলিক (১৯) নামে এক নারী কর্মচারী। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নারী তার অভিযোগ প্রত্যাহার করে নেন। এ সময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঝিলিক বলেন, চাকরি বঞ্চিত একটি কুচক্রী মহলের সাজানো কথা ও লোভে পড়ে আমি নিজেকে ভিসি স্যারের স্ত্রী হিসাবে দাবি করে লোকজন জড়ো করেছিলাম। প্রকৃত পক্ষে ভিসি স্যার একজন সৎ, ভাল মানুষ ও পরপোকারী। আমাকে ও আমার স্বাামী, সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভিসি স্যারের বিরুদ্ধে এসব অপপ্রচার করানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনে ওই নারী কুচক্রী মহলটির সদস্যদের নাম প্রকাশ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন