রংপুরের পাগলাপীর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অন্তঃসত্ত্বা মনি বেগম, তার চাচী আফিয়া খাতুন এবং অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা এলাকায়।
আজ বৃহস্পতিবার সকাল দুপুর পৌনে ১২ টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, দিনাজপুরের বিরামপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। অ্যাম্বুলেন্সটি পাগলাপীর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় এ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া মারা যান। পুলিশ ও এলাকাবাসী আহত চারজনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনির চাচি আফিয়া খাতুনের মৃত্যু হয়। ##
হালিম আনছারী, রংপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন