শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নয়াপল্টনে শামসুল ইসলামের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:২১ পিএম | আপডেট : ৩:০২ পিএম, ২৭ এপ্রিল, ২০১৮

বিএনপি নেতা এম শামসুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হয়। ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা এমএ মালেক জানাজা নামাজ পড়ান।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শামসুল ইসলামের প্রথম নামাজে জানাজা পড়ানো হয়। এরপর লাশ নয়াপল্টনে আনা হলে দলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তার জানাজা অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের জানায়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম শামসুল ইসলাম ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। প্রবীণ এই রাজনীতিক দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন