শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ৯:০৫ পিএম

পুলিশি বাধার মুখে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু চিকিংসার দাবিতে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে যুবদল নেতাকর্মীরা রাস্তার উপর বসে পড়ে সমাবেশ করে। সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুবদল নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তারা রাস্তার উপর বসে পড়ে সমাবেশ করে। এ সময় পুলিশ রাস্তার দুই পাশ থেকে সমাবেশ ঘিরে রাখে।
নগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পচিালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপিসাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু প্রমূখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ২৮ এপ্রিল, ২০১৮, ৯:৩৯ পিএম says : 0
জনগন বলছেন, “ পান্তা ভাত – ২০১৮ “ মৃত্যু যেন পান্তা ভাত সকালে খবরের কাগজ খুললেই পাই, এ বুঝি কি ছিল স্বাধীনতা চাওয়া আওয়ামীলীগ জবাব চাই ? ত্রিশলক্ষ প্রান দিয়েছিলাম কি প্রতিদিন মরার তরে, আজও মিশিলে বুলেট বিদ্ধ ৭ই মার্চের ভাষন কি গেল বেকারে ? ক্ষমতা নিয়ে পশুর লড়াই আমরা হচ্ছি বধ, করো অত্যাচার মানুষ মরুক থাকতে হবে আমার পদ ৷
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন