শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

পহেলা বৈশাখে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান সাংস্কৃতিক জোটের

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশ^বিদ্যালয় রিপোর্টার : নিরাপত্তার কারণ দেখিয়ে পহেলা বৈশাখে বিকেল ৫টার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুখোশ ব্যবহারের উপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করেছে সম্মিলিতি সাংস্কৃতিক জোট। একই সঙ্গে সংগঠনটি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার মেডিকেল রিপোর্ট নিয়ে দুই রকম বক্তব্যকে জাতির জন্য লজ্জাজনক বলেও মনে করে।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।
সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে ঘোষণা দিলেন যে পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। এটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করছি।’
তনু হত্যার মেডিকেল রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা খুবই লজ্জা পাই যখন দেখি দুটি মেডিকেলের দুই রকম রিপোর্ট। কুমিল্লা থেকে বলা হল তনুকে হত্যার পূর্বে ধর্ষণ করা হয়েছিল। চট্টগ্রাম থেকে গত সোমবার জানিয়েছে কোন প্রমাণ পাওয়া যায়নি, যেটি বিভ্রান্তিমূলক।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘পহেলা বৈশাখে বিকেল ৫টার পরে বাংলাদেশের কোথাও উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করুন তা নাহলে সারাদেশের সংস্কৃতিকর্মীরা আইন অমান্য করতে বাধ্য হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন