রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

যাত্রীদের দুর্ভোগ আর কতকাল?
দেশের বিভিন্ন যানবাহনে যাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। সড়কপথ, রেলপথ এমনকি জলপথেও এর প্রমাণ মেলে। সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা জ্যামের মধ্যে যাত্রীরা আটকে থাকে। ভাড়া নিয়েও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। রেলপথে মাত্রাতিরিক্ত যাত্রী ট্রেনে ওঠায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। জলপথে তো আরও সমস্যা। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনে তাদের জীবনের ঝুঁকি বাড়ে। তাই যাত্রীদের দুর্ভোগ কমাতে সঠিক পদক্ষেপ নিতে হবে।
মকবুল হামিদ
চাঁদপুর সদর

সেতু চাই
বাগেরহাট জেলার সর্ববৃহৎ মোরেলগঞ্জ উপজেলা। বৃহত্তর এই মোরেলগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে চলছে পানগুচি নদী। এই নদীটি ¯্রােতস্বিনী ও গভীরতম একটি নদী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৪৬ বছর পূর্ণ হওয়া সত্তে¡ও এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি এই নদীতে সেতু। বৃহত্তর মোরেলগঞ্জ উপজেলায় প্রায় তিন লাখ জনতার বসবাস। পানগুচি নদীতে সেতু না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছে বৃহত্তর এই উপজেলার জনগণ। বিশেষ করে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। গত বছরের ২৮ মার্চ পানগুচি নদী পারাপারে ট্রলারডুবিতে প্রাণহানিসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। তাই জনদুর্ভোগ লাঘবে পানগুচি নদীতে সেতু নির্মাণ করা জরুরি। এ ছাড়া শরণখোলা উপজেলার জনতারও যাতায়াতের অন্যতম মাধ্যম এই পানগুচি নদী। প্রতিদিন ট্রলারে পানগুচি নদীতে এপার থেকে ওপারে হাজার হাজার লোক যাতায়াত করে। ট্রলারে যাতায়াত করায় অনেকেই শঙ্কিত ও উদ্বিগ্ন। তাই এ উপজেলার সব ধরনের মানুষের প্রাণের দাবি পানগুচি নদীতে সেতু নির্মাণ। এর আগে মোরেলগঞ্জ ও ঢাকাতে পানগুচি নদীতে সেতু নির্মাণের দাবিতে বেশ ক›বার মানববন্ধন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুফল মেলেনি। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, দয়া করে জনদুর্ভোগ লাঘবে অচিরেই পানগুচি নদীতে সেতু নির্মাণ হোক।
মো. নিজাম গাজী
মোরেলগঞ্জ, বাগেরহা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন