নাটোর জেলা সংবাদদাতা : নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম ক্বওমী মাদরাসার ৭ ছাত্রকে অপহরনের ঘটনায় ওই মাদরাসার শিক্ষক আব্দুস ছাত্তার(৩০) কে গ্রেফতার করেছে র্যাব-০৫। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে সিংড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি সিংড়া বাঁশবাড়িয়া এলাকার আবদুস সোবহানের ছেলে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, কি কারনে মাদরাসার ছাত্রদের অপহরন করা হয়েছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারন জানতে আব্দুস ছাত্তারকে নাটোরের অতিরিক্ত চীফ আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালাত রিমান্ড আবেদনের শুনানী রোববার ধার্য্য করে আব্দুস ছাত্তারকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য বুধবার গভীর রাতে ওই মাদরাসার শিক্ষক আব্দুস ছাত্তার ৭ ছাত্রকে ভালো পড়ানোর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ওই ৭ শিক্ষার্থীকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের তিরইল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে ওই শিক্ষক পালিয়ে যায়। এই ঘটনায় মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজি ইমান আলী বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে নাটোর সদর থানায় অপহরনের মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন