স্টাফ রিপোর্টার : ২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের ৭ ফেব্রুযারি ২০১৬ থেকে অবৈধ ভর্তি বাণিজ্য ও অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানিয়েছে অবিভাবক ঐক্য ফোরাম। গতকাল বুধবার ফোরাম কার্যালয় এক সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, মোফাখ্খারুল ইসলাম, আব্দুর রউফ প্রমুখ। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের ২০১৬ শিক্ষাবর্ষে অতিরিক্ত ভর্তি তদন্ত করার জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট মাউসির ডিজি’র নিকট দাখিল করা হয়নি। অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেনে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সভায় অবিলম্বে অবৈধ ভর্তির তদন্ত রিপোর্ট প্রকাশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা ঐ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের অবৈধ ভর্তি তদন্ত করে কর্তৃপক্ষের নিকট দাখিল করার দাবি জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন