শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকার আগামী তিন মাসের মধ্যেই মাদ্রাসা শিক্ষকদের দাবী পুরন করবেন

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিবের আশাবাদ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ৫:৫১ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব আলাহজ্ব অধ্যক্ষ ছাব্বির আহমেদ মোমতাজী শেরপুর জেলা সফর করেছেন। এসময় তিনি জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেন। জমিয়তের মহাসচিব গারো পাহাড়ের গজনী বনরাণী রিসোর্স সেন্টারে ঝিনাইগাতী উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ঝিনাইগাতী উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাও: সুলতান মাহমুদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে আলাহজ্ব অধ্যক্ষ ছাব্বির আহমেদ মোমতাজী বলেন, সরকারের কাছে মাদ্রাসা শিক্ষকরা যেসব দাবী দাওয়া করে আসছেন, সরকারকে আমরা তা জানিয়েছি। সরকারও এসব দাবী দাওয়া পুনের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে সরকার আমাদের দাবীগুলো মেনে নিবেন। এসময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও: ইদ্রিস খান, প্রকাশনা সচিব ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাও: নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রেজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মহাসচিব জেলার নালিতবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক পরিদর্শন করেন। এসময় তাকে নালিতাবাড়ি উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাও জামাল উদ্দিন শুভেচ্ছা জানান। পরে শ্রীবরদী উপজেলার শংকর ঘোষ দাখিল মাদ্রাসা মিলনায়তনে শ্রীবরদী উপজেলা জমিয়তের উদ্যোগে এক মতবিনিময় সভা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাও: নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব আলাহজ্ব অধ্যক্ষ ছাব্বির আহমেদ মোমতাজী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও: ইদ্রিস খান, প্রকাশনা সচিব ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হালিম, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও: ফজলুর রহমান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার শাখার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাও: নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রেজ্জাক, যুগ্ম-সম্পাদক মাও: সাইফুদ্দিন, শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আব্দুল্লাহ প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শ্রীবরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও: এরশাদ আলী। পরে মহাসচিব শেরপুর শহরের হোটেল সম্পদে শেরপুর জেলা ও সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন। গত ৩ এপ্রিল জমিয়তের মহাসচিব শেরপুর জেলা সফর করেন। তার সফর কালে শেরপুর জেলা ও উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ বলেন, শেরপুর জেলার সকল মাদ্রাসা শিক্ষক এখনও জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ আছেন ভবিষ্যতেও থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন