রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জয়পুরহাটে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১০:১০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি, কাপড়, শিশুদের জনসন সাবান, প্রসাধনী সামগ্রী, ইমিটেশনের চুড়ি ও পটকা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ভারতীয় মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার শাজাহান আলী জানান, শনিবার সকালে রতনপুর এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় মালামাল নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি, কাপড়, শিশুদের জনসন সাবান, প্রসাধনী সামগ্রী, ইমিটেশনের চুড়ি ও পটকা উদ্ধার করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা মালামালগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মুল্য ১১ লক্ষাধিক টাকা হবে বলে বিজিবি জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন