শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৫:২৯ পিএম

বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপির জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না।

রোববার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিলের মাধ্যমে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যথেষ্ট মানবিক। তাঁকে শাস্তি দিয়েছেন আদালত, এতে সরকারের কিছু করার ছিল না। তাঁকে মুক্তি দিতে পারেন আদালত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে ’৭৫–পরবর্তী যত সরকার ক্ষমতায় এসেছে, এর মধ্যে সবচেয়ে সেরা সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। বিদেশেও দেশের সুনাম বাড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন