শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পীরগঞ্জে মুক্তিযোদ্ধাকে মারপিট, বাড়ি ভাংচুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ৮:২৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাঁচন ডুমুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দীকে মারপিট করে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েক জন সন্ত্রাসী। এ ছাড়াও তার বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করা সহ লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকালে ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুসলিম উদ্দীন বাদী হয়ে এলাকার সন্ত্রাসী আকতারুল ইসলাম, মুকতারুল ইসলাম, মকলেসুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে রবিবার সকালে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সন্ত্রাসীদের মারপিটে গুরুত্ব আহত হয়ে বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দীন শনিবার বিকাল থেকে পীরগঞ্জ সরকারি হাসপালে চিকিৎসাধীন রয়েছে। প্রাপ্ত এজাহার থেকে জানা যায়, সন্ত্রাসীরা ঘটনার দিন বিভিন্ন প্রকার অস্ত্র সস্ত্র নিয়ে ঐ মুক্তিযোদ্ধার বসত বাড়ি ও চলাচলের রাস্তা জোরপূবক দখল করতে যায়। মুক্তিযোদ্ধা মুসলিম তাদের এমন কর্মকান্ডে বাঁধা দিলে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ঐ মুক্তিযোদ্ধাকে মারপিট করে তার বসত বাড়িতে ভাংচুর চালায়। এসময় ৫০ হাজার টাকার স্বর্ণ, নগদ ৮০ হাজার টাকা লুটপাট করে ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাংচুর করিয়া ক্ষতিসাধন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানায়, মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন