শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চালের দাম কমান

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম


মানুষের নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেঁয়াজ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চাল। চাল ছাড়া আমরা একদিনও অতিবাহিত করতে পারব না। কিন্তু ধারাবাহিকভাবে বেড়েই চলছে চালের দাম। বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ৭৩ টাকা, এক নম্বর মিনিকেট ৬৫, সাধারণ মিটিকেট ৬২, বিআর-২৮ ৫৫, স্বর্ণা ও পারিজাত ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। এ দামে চাল ক্রয় করা অনেক সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি নতুন কিছু নয়। দাম কমার কথা থাকলেও তাতে নেই কোনো কার্যকর উদ্যোগ। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা করে। নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একশ্রেণির মানুষকে না খেয়ে থাকতে হবে। তাই পেঁয়াজ ও চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অত্যন্ত প্রয়োজন।
শামীম শিকদার
ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন