শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাসিক নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আবেদন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ২:৩৯ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের ওপরে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। 
এ আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালতে আজ সোমবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
তিনি জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের জন্য অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে। এখন আবেদন করা হয়েছে। আজ চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গতকাল রোববার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।
সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনটি করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন