শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতপুর সীমান্তে চোরাকারবারির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া শকুনতলা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মাদক ব্যবসায়ী আজম ও সুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫-১৬ জন সশস্ত্র মাদক চোরাকারবারি ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও একে অপরকে লক্ষ করে গুলিবর্ষণ করে। মাদক ব্যবসায়ীর গুলিতে অপর মাদক ব্যবসায়ী লাবু (২৮) বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া সংঘর্ষে আনার, মিনার, সুজন ও কোরবান আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী লাবুকে প্রথমে শামীম রেজা নামে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন