সিলেট ব্যুরো: সিলেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ শেষে জিন্দাবাজার এলাকায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা দ্রæত খালেদা জিয়ার মুক্তি না দিলে সিলেট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন । সমাবেশ শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রাস্তায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে এ সময় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পথচারীররা এসে আগুন নিভিয়ে ফেলেন। কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, পেট্রোল বোমা বিস্ফোরণের কোন খবর তিনি পাননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন