রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি রাজাপুর থানার রিমান্ড সেলে রবিউল ইসলাম বুলবুল (৩০) নামে প্রতারণা মামলার রিমান্ডের এক আসামি কোমরে থাকা ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে থানার রিমান্ড সেলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। পরে ওই রিমান্ডের আসামিকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে সকাল ৮টার দিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পুলিশ পাহারায় সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাইপাস এলাকার দুলাল নামের এক ব্যবসায়ীর দোকান থেকে বুলবুল তার দুই সহযোগী নিয়ে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে রাজাপুর থানায় মামলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন