সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ভেজাল ওষুধ নিয়ন্ত্রণ চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

রোগে-শোকে মানুষ ওষুধ খায় সুস্থ হওয়ার আশায়। কিন্তু নিম্নমানের দ্রব্য ও ভেজাল সংমিশ্রণের ফলে সেই ওষুধই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত। ভালোমানের ওষুধ উৎপাদনে বাংলাদেশের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বর্তমানে বিশ্বের ১২২টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। বিদেশে ভালোমানের ওষুধ রফতানি হলেও নিজ দেশে চলছে ভেজাল ওষুধের রমরমা ব্যবসা। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থেকে পুরো ওষুধ শিল্পটাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। অল্প পরিশ্রমেই অধিক মুনাফা অর্জন হয় বলে এই অসাধু চক্রের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। আর বাজারেও ঢুকে পড়ছে বিপুল পরিমাণে ভেজাল ও নকল ওষুধ। এই প্রাণঘাতী ভেজাল ও নকল ওষুধের ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগী এবং ভোক্তারা, অপরদিকে খুব অল্পতেই আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে এই অসাধু চক্রগুলো। প্রশাসনের যথাযথ পদক্ষেপ ও নিয়মিত অভিযানের অভাবে এই অসাধু চক্রগুলো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সবসময়। মনকাড়া ডিজাইন ও দৃষ্টিনন্দন মোড়কে করে এসব ওষুধ দেখে খুব সহজেই প্রতারিত হয় ভোক্তারা। এভাবে নকল-ভেজাল ও নিম্নমানের ওষুধ বাজারে বিক্রি হতে থাকলে নকলের ভিড়ে আসলটাই হয়তো হারিয়ে যেতে বসবে। জাতীয় ওষুধনীতি-২০১৬ অনুযায়ী ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য একটি কর্তৃপক্ষ (এনআরএ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভায়, যার দ্রæত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যথাযথ কর্তৃপক্ষের নিয়মিত তত্ত¡াবধান ও অসাধু চক্রগুলোকে আইনের আওতায় আনার পরই হয়তো আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ওষুধ শিল্পের আশা করতে পারি। পরিশেষে, ভেজাল ও নকল ওষুধ সেবনে আর যেন কোনো জীবন না ঝরে, আর যেন কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত না হয়, সে তাগিদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও হস্তক্ষেপ কামনা করছি।
জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ১১ মে, ২০১৮, ৩:৫০ এএম says : 0
জনগন বলছেন, “ উন্নতি – ২০১৮ “ এত উন্নয়ন করিয়াছেন দেশের জানিনা জনগন কেন খুশি নাই, র্দুনীতির জোয়ারে ভাসছে দেশ ব্যাংকে নাকি কানা কড়ি নাই ? রাতে রাতে কলাগাছ ফুলে অজানা অসংখ্য হয়েছে কোটিপতি, মহিলা ছাত্রীবাস নয় নিরাপদ আতংন্কে কাটাচ্ছে অসহায় সতী ৷ শেয়ার বাজারের উন্নতির কথা আপনি বলুন আমরা শুনি, দুইকোটি মানুষ এখনও গরীব কত লক্ষ প্রফেশনাল ভিক্ষুক জানি ? রাস্তার পানিতে মাছ দৌড়ায় এইটা কোন উন্নতি জানি, গাছে / বাঁশে বিদুৎতের তার রাস্তা / বাসে যৌন হয়রানি ? মিথ্যা দিয়ে দিনের শুরু গীবত সংসদ সংগীত জানি, টাকা খরচে প্রশংসা কামাই ইয়াবা দেশে কে করে আমদানি ? খাদ্য-দ্রব্যে ভেজাল / বিষ মশার বীদ্রহের করুন কাহিনী, গ্যাসের অভাবে রান্না বন্ধ নিরাপদ কি খাবার পানি ? প্রশ্নপত্রের পাখা গজিয়ে উড়ে বোড়াচ্ছে ধরলে, পকেটে আসে মানি, রডের বদলে মোটা বাঁশ নদীতে নাই পানি ৷ মানুষ মরছে প্রতিদিনই খরবের কাগজ পড়ে জানি, ভারতের সাথে তাল মিলিয়ে ধর্ষন সরকার / প্রশাসন নীরব কেন শুনি ? প্রতি বৎসর নীরহ হাজী সাহেবেরা প্রতারক দালাল কতৃক হয়রানী, ..... নিলে ফিরে লাশ উন্নতি গুম, খুন ও রাহাজানি ? আসল / ভূয়া চিনা কঠিন মুখোশদারী ঢুকে গেছে ঘরে / বাহিরে, কোথাও আজ নয় নিরাপদ কংন্কাল চোরও কবরে ? ভুল চিকিৎসায় মরে রোগী বিলের কোন কমতি নাই, র্দুঘটনায় মরছে প্রতিদিন দোষ / দোষিতে চেপে যাই ? ঔষধও এখন নয় নিরাপদ ফলের উপরও পড়েছে বালাই, ফরমালিনে তাজা মাছ / মাংশ পুলিশ দেখলে রাস্তা ছেড়ে পালাই ৷ খাঁচার ভিতর মোরগ আমরা প্রতিদিন ধরে ধরে জবাই, নিত্য প্রয়োজনীয় জিনিষে আগুন কিনে খাবার বাজেট নাই ৷ চল্লিশ টাকা কেজি চাউল পরিশ্রমে আর কত পাই, নুন আনতে পানতা ফুরায় এই বুঝি উন্নতি তাই ? ব্রিজ আছে রাস্তা নাই লুট / পাটের উন্নতি আর উন্নতি, বাসের হেলপার চালকের সিটে চালায় উড়োজাহাজের গতি ৷
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন