চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা চীনের একটি জাহাজ থেকে রশি চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সাত জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাতে বহির্নোঙরের আলফা অ্যাংকারেজে একটি নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় চুরি করা ৪০০ মিটার রশিও উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, এমভি গ্যানকো ব্রিট্টেনি নামে চীনের পতাকাবাহী একটি জাহাজ থেকে রশি চুরি হয়েছে বলে অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে কোস্টগার্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন