বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে মেয়র আ জ ম নাছির

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে। সরকার নিজস্ব অর্থে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল (বৃহস্পতিবার) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারি এক্সপোর (বিগটেক্স) উদ্বোধনকালে মেয়র একথা বলেন। বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর দেশের উন্নতি নির্ভরশীল উল্লেখ করে মেয়র বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগর। বাণিজ্যিক রাজধানী। বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ২০১৯ সালে পতেঙ্গা টার্মিনাল উদ্বোধন হবে। এতে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ, রেডকার্পেট-৩৬৫ লিমিটেডের সিইও আহমেদ ইমতিয়াজ, সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। ফিতা কেটে মেয়র তিন দিনের বিগটেক্স প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ চীন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্রের ১২০টি স্টল রয়েছে।
ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাত
মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে গতকাল নগরভবনে সৌজন্য সাক্ষাত করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলো। মেয়র বন্দর নগরী চট্টগ্রাম এবং ফিলিপাইনের সীভো সিটির সাথে টু ইন সিটি রিলেশানশীপ গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন