শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গুলশানে বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১১:২০ এএম

রাজধানীর গুলশান-২ সেকশনের একটি বাসা থেকে সাহারা বানু (৭০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গৃহকর্মীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

গুলশানের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় ৩০ বছরের বেশি সময় ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সাহারা বানু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদ সাংবাদিকদের জানান, ওই বাসার গৃহকর্তা পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে রয়েছেন। বাসায় ছিলেন শুধু সাহারা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত উপকমিশনার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন