গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল্লাহর দলের গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা নায়েক সহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সরকারী হাই স্কুল মাঠে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।
আটক কৃতরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র মতিয়ার রহমান, নয়াবাড়ী গ্রামের মৃত আশরাফ সরকারের পুত্র মোঃ সুমন, পৌরসভার বোয়ালিয়া গ্রামের সাদেক আলীর পুত্র মোসাদ্দেক আলী, মৃত মজিবর রহমানের পুত্র সেকেন্দার আলী, মৃত সোলায়মান আলীর পুত্র শরিফুল ইসলাম, কাইয়াগঞ্জের মৃত নুর হোসেনের পুত্র ফরিদুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলার বাবলু খন্দকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন