রামপুরার হাজীপাড়া। মগবাজার-মৌচাক ফ্লাইওভার হওয়ার পর রামপুরার রাস্তার একটু উন্নয়ন হয়েছিল বটে; কিন্তু দিন দিন রাস্তা ভাঙনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং এ যেন এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন জীবনঝুঁকির এক যুদ্ধ চলে যেন; যখন রিকশার পাশ ঘেঁষে বাসগুলো চলাচল করে, এতে অধিকাংশ লোক আজ অতিষ্ঠ। রামপুরায় যে হারে আবার রাস্তার ভাঙন শুরু হয়েছে; তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে যে বিলম্ব নেই, তা বলার অপেক্ষা রাখে না। তাই এলাকাবাসীর চাওয়া, রাস্তা মেরামতের কাজ পুনরায় শুরু হোক। আমরা একজন প্রতিনিধিত্বের অপেক্ষায় আছি, যে এই রাস্তা মেরামতের কাজ শিগগির শুরু করে আমাদের দৈনন্দিন হয়রানির হাত থেকে রক্ষা করবেন। এ ব্যাপারে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি।
সেঁজুতি দেবী, ব্যাচেলর অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন