ভোলা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তার শ্যালককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
ভোলা মডেল থানার ওসি সগির মিয়া জানান, উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সেতুর ওপর রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মোস্তফা মাস্টারের ছেলে মাসুম এবং তার শ্যালক একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে জাহিদ।
ঘটনার পর থেকে বড় ভাই মামুন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভোলা মডেল থানার ওসি সগির মিয়া বলেন, একখণ্ড জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মামুন ছুরি দিয়ে মাসুমকে কুপিয়ে হত্যা করে। এ সময় মাসুমের শ্যালক জাহিদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে মামুন তাকেও ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামুনের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন