গোপালগঞ্জে চাচা দাউদ ফকিরকে (৬০) কুপিয়ে হত্যা করেছে আমির ফকির (২৬) নামে এক যুবক।
আজ সোমবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দাউদ ফকির গোপালগঞ্জ ওই গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোক্তার হোসেন জানান, আমির ফকির তুচ্ছ বিষয় নিয়ে তার বাবাকে মারধর করতে থাকে। এসময় তার বাবার চিৎকার শুনে চাচা দাউদ ফকির এগিয়ে এলে ভাতিজা আমির ফকির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, আমির ফকির মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. ফজলুল করিম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন