মাদরাসা শিক্ষার ৩২টি ধর্মীয় পাঠ্যবইয়ে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিহাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উৎসাহ দিতে পারে এমন পাঠ এসব বই থেকে বাদ দেওয়া প্রায় চূড়ান্ত। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ আর জিহাদকে একাকার করার নীল নকশা থেকে উক্ত সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে তাহলে তা যে কোন মূল্যে প্রতিহত করতে হবে। পরিমার্জনের নামে পাঠ্য বই থেকে পবিত্র কোরআনের জিহাদ সম্বলিত একটি আয়াতও পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার অধিকার কারো নেই। কারণ এমন হস্তক্ষেপে ঈমান ও মুসলমানিত্ব থাকবে না। সুতরাং উক্ত সিদ্ধান্ত কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। তিনি আরো বলে উগ্রমতাদর্শের লেখা পাঠ্য বই থেকে বাদ দেওয়ার অযুহাতে জিহাদ বা জিহাদ সম্বলিত আয়াত বাদ দেওয়াটা নিঃসন্দেহে ইসলামের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত ও দুরভিসন্ধিমূলক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন