রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহাকাশের স্থাপিত হওয়ার ৩ মাস পর থেকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল পেতে শুরু করব

টুঙ্গিপাড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, কক্ষপথ পরিক্রম করে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশের নির্দ্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার ৩ মাস পর থেকে আমরা সুফল পেতে শুরু করবো। এ স্যাটেলাইট আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের সুযোগ সৃষ্টি হলে দেশের তথ্য পাচার হবেনা। কৃষি, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি সাধিত হবে। দুর্গম ও দুর্যোগ প্রবন এলাকার সাথে যোগাযোগ স্থাপিত হবে। কোন কারণে আমাদের প্রচলিত মাধ্যমের যোগাযোগ ব্যবস্থা বিকল হলে, স্যাটেলাইট ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা যাবে।
বঙ্গবন্ধু স্যটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের স্যাটেলাই্টের ব্যাপ্তি হবে ইন্দোনেশিয়া থেকে তাজাকিস্থান পর্যন্ত। আমাদের দেশীয় টেলিভিশন চ্যনেল গুলো এ স্যাটেলাইট ব্যবহার করতে পারবে। নিজস্ব স্যাটেলাইট ব্যবহারে বৈদেশিক মূদ্রা সাশ্রয় হবে। মন্ত্রী বলেন, এতদিন আমারা মহাকাশ বিজ্ঞান চর্চা করিনি। আমরা এ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প হাতে নেয়ার মধ্য দিয়ে মহাকাশ বিজ্ঞান চর্চা শুরু করি। এটি পরিচালনা ও নিয়ন্ত্রণ আমাদের ছেলে মেয়েরা করছে। ইতিমধ্যে প্রইমারী ডাউন ষ্টেশনে আমাদের ১৮ জন প্রশিক্ষিত ছেলে মেয়ে কাজ করছে। তারাই স্যাটেলাইটে কাজ করে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশ অনেক দূর এগিয়ে যাবে। এর আগে দুপুর সোয়া ১২ টায় মন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ্ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ ইমরান আহমেদ এমপি, নাঈম রাজ্জাক এমপি, বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন