শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডিএসসিসিতে পণ্যমূল্যের লাগাম টানতে থাকবে ৫টি টিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ৬:৩৬ পিএম

ডিএসসিসিতে পণ্যমূল্যের লাগাম টানতে থাকবে ৫টি টিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, তার সিটিতে রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল শুক্রবার থেকে ৫টি টিম কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে তিনি একথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘গত রমজানের তুলনায় এবার অধিকাংশ পণ্যের দাম কম রয়েছে। এরপরও বিগত দু’তিন সপ্তাহে বিভিন্ন পণ্যে ৫/১০ টাকা বেড়েছে। বিক্রেতাদের এখানেই থামতে হবে। রমজানে এর চেয়েও যদি কাউকে বেশি দাম নিতে দেখা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব টিম ছাড়াও বাজার মনিটরিংয়ে আলাদাভাবে র্যাজব-পুলিশ ও ভোক্তা অধিকার সংস্থা কাজ করছে।’

এ সময় মেয়র হাতিরপুল বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাজারদর জানান চেষ্টা করেন।

মেয়রের সঙ্গে বাজার পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন