শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বিদ্যুৎ ও নেটওয়ার্কে ভোগান্তি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

বিদ্যুতে ভোগান্তি পুরো দেশে একটি সমসাময়িক বিষয়। পুরো দেশের মতো গরম বাড়ার সঙ্গে সঙ্গে কাপাসিয়ায় এই ভোগান্তির মাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে। দিনে ৫-৬ বার বিদ্যুৎ যাওয়া-আসা করাটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো দিন ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে এবং বাকি সময় ভুগতে হয় বিদ্যুৎহীনতায়। ফ্রিজের জিনিসপত্র নিয়ে ভোগান্তির পাশাপাশি মোবাইল ফোন বন্ধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। বিদ্যুতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোবাইল নেটওয়ার্ক। পাওয়ার ব্যাংক বা সৌরবিদ্যুতের মাধ্যমে মোবাইল চার্জ করা গেলেও উপজেলার বিভিন্ন স্থানে নেটওয়ার্কের অভাবে ভোগান্তি যেন সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রবি ও গ্রামীণফোন সিমের ক্ষেত্রে এদিকটি বেশি পরিমাণে দেখা যায়। নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে রবি অফিস থেকে আসা এক ব্যক্তির কাছে সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে জবাব দেন, সরকার বিদ্যুৎ দেয় না আমরা কি করব! বিদ্যুৎ থাকলে নেটওয়ার্ক থাকবে আর নেটওয়ার্ক থাকলে যোগাযোগ থাকবে। কেউ যদি কোনো স্থান থেকে মোবাইল চার্জ করে ব্যবহারের চেষ্টা করে, তা একেবারেই সম্ভব নয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, নো সার্ভিস, ইমারজেন্সি কলস সবসময় স্কিনে দেখা যায়। সরকারসহ সিম কোম্পানিগুলোকে এ সমস্যা সমাধানের জন্য সচেষ্ট ভূমিকা প্রয়োজন।
শামীম শিকদার
কাপাসিয়া, গাজীপুর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন