শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১:১৯ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের চার জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট :
তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের তাড়াশে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে কলেজ শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। গতকাল সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে ও শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫), তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রেনুকা (৪০)। স্থানীয় মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। তাড়াশের খালকুলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি দ্রæতগামী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠালে সকাল ১০টার দিকে রেনুকা খাতুন মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে খোকা মিয়া ও বাবর আলী নামে দুইজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। শহরের কান্দাপাড়া এলাকায় গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া (২২) কান্দাপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং বাবর আলী (৩৫) সদর উপজেলার তাতালপুর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে। আহত ৪ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মুরগি ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হন। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খোকা মিয়া মারা যান।
এছাড়া জামালপুর শহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকায় দ্রæতগামী একটি ভটভটি গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছন্দা বেগম (২২) নামের একজন গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী আক্তারুজ্জামান গোল্লা ও ছেলে শান্ত (৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা দু’টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের ব্যবসায়ী আক্তারুজ্জামান গোল্লা বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে তার স্ত্রী ছন্দা বেগম ও ছেলে শান্তকে নিয়ে শহরের কম্পপুর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বেলা দুটার দিকে পাথালিয়া পশ্চিমপাড়া এলাকায় প্রধান সড়কে দ্রæতগামী একটি ভটভটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক আক্তারুজ্জামান গোল্লা, তার স্ত্রী ছন্দা বেগম ও পাঁচ বছরের ছেলে শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা এ সময় গুরুতর আহত আক্তারুজ্জামান গোল্লা ও ছন্দা বেগমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে তাদেরকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে ছন্দা বেগম মারা যান। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে. মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় জয়নাল হোসেন (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বাংলানিউজকে জানান, নছিমনে করে শহরের ওয়াপদা এলাকার আড়তে মাছ নামিয়ে ফিরছিলেন চালক জয়নাল। পথে একতা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে নছিমনটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন