রংপুর জেলা সংবাদদাতা : রংপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী নিয়োগ প্রাপ্ত ১শ’ ৭৭ জন কর্মচারীকে চাকুরিচ্যুত করেছে রসিক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের চাকুরিচ্যুতির আদেশ জারি করেন কর্তৃপক্ষ। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনে গত মেয়রের আমলে অস্থায়ী ভাবে নিয়োগ প্রাপ্ত ১শ’ ৭৭ জন কর্মচারীর নিয়োগে ত্রæটি থাকায় এবং বিধি সম্মত না হওয়ায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আকতার হোসেন আজাদকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে গতকাল তাদের চাকুরিচ্যুতির আদেশ জারী করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গতকাল রাতে ইনকিলাবকে জানিয়েছেন, তদন্ত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন