শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১১:৫০ এএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
 
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মালিহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও অটোরিকশাচালক একই এলাকার লুক্কু মিয়ার ছেলে সাইদুল (১৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মালিহাতা বাজারে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।
 
সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন