শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তনয়-জুলহাস হত্যার প্রতিবেদন দাখিল ২৬ জুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১:৩১ পিএম | আপডেট : ১:৩৬ পিএম, ২০ মে, ২০১৮

রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে করা হত্যা এবং অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হত্যা মামলায় ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী ও অস্ত্র মামলায় ডিবি পুলিশের পরিদর্শক নুরুল আফসার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএস-এইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি হত্যা মামলা এবং ওই থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনের মামলাটি করা হয়।

বর্তমানে হত্যা মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী ও অস্ত্র মামলায় ডিবির পুলিশ পরিদর্শক নুরুল আফসার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন