‘বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ বিএনপিই তৈরি করেছিল, এবার আর তা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না এবং গণতন্ত্র এগিয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুব লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই দেশে মুক্তিযুদ্ধের রণধ্বনী নিয়ে বির্তক চলছে। যে রণধ্বনী মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বিজয়ী করেছে। সেই রণধ্বনী এখন কেন জানি মনে হয় শুধু আওয়ামী লীগের। এই রণধ্বনী আর কেউ উচ্চারণ করে না ।
তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হতে চাই না। আমার মুক্তিযুদ্ধেকে ভাগ করতে চাই না। আমরা মুক্তিযুদ্ধকে কেবল আমাদের সম্পদ ভাবতে চাই না। কিন্তু এদেশে তারা কারা যারা মুক্তিযুদ্ধের রণধ্বনীকে তারা তাদের স্লোগান হিসেবে মেনে নেয় না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন