শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

যাত্রাবাড়ি ফ্লাইওভারে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে আবারো মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত (৩২) এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় হানিফ ফ্লাইওভারে যাত্রাবাড়ির কুতুবখালি অংশে এ দুর্ঘটনায় একই ঘটনায় অপর এক যুবক (২৮) আহত হয়। পুলিশ ও মেডিকেল সূত্র জানায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গতকাল বিকেলে গুলিস্থান থেকে ডেমরার দিকে যাচ্ছিলেন। পথে ফ্লাইওভারের কুতুবখালি অংশে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন এর আরোহী অপর যুবক। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
একই ঘটনায় নিহত যুবকের পরনে ছিল নীল রঙের প্যান্ট ও হলুদ হাফহাতা শার্ট। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ফ্লাইওভারের উপর দিয়ে দ্রæতবেগে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটি উল্টে যায়। এতে এক আরোহী ঘটনাস্থলে নিহত ও অন্যজন আহত হন। তিনি আরও জানান, আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন