পরিকল্পনামাফিক পানি ধরে না রাখতে পারার কারণে আমাদের দেশে, বিশেষ করে বড় বড় নগরে প্রচুর পানি নষ্ট হচ্ছে। অথচ পৃথিবীর কত দেশেই না মানুষ পানি ধরে রাখে আর তা সুষ্ঠুভাবে ব্যবহার করে। পানি কোনোভাবেই অপচয় হতে দেয় না তারা। ঢাকা নগরীতে দেখা যায়, ডেভেলপাররা ফ্ল্যাট বানানোর নামে, বাড়িওয়ালারা পানি ছাড়ার সময়, ফ্লোর ও রাস্তায় গাড়ি ধোয়ার কাজে পানি ঢালেন তো ঢালেনÍএকসময় দেখা যায় রাস্তা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। নগরীর কিছু লোক এভাবে নিয়মিত পানির অপচয় করেই যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ তাদের হাতেনাতে ধরে যদি জরিমানার ব্যবস্থা করত, তাহলে তারা বুঝত পানির অপচয় করা ঠিক নয়। অন্তত সচেতন তো হতো। এদিকে কর্তৃপক্ষ যদি দায়িত্ব এড়িয়ে চলার দপ্তর হয়, তাহলে পানির অপচয় রোধ ঠেকানো কোনো দিনই সম্ভব হবে না। প্রত্যেকের উচিত পানির অপচয় বন্ধ করে এর সঠিক ব্যবহার শেখা।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন