মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২২তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা আব্দুল হাকিম জীবদ্দশায় মানুষের সেবা করে গেছেন

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে সোমবার কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দের পিতা আলহাজ আব্দুল হাকিম মাইজভান্ডারীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। বক্তারা বলেন, মরহুম আব্দুল হাকিম মাইজভান্ডারী ছিলেন একজন সেবার ফেরিওয়ালা। তিনি জীবদ্দশায় মানুষের সেবা করে গেছেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। এ ধারাবাহিকভাবে তার সুযোগ্য সন্তান মনজুর আলমসহ তার পরিবারের সদস্যরা সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ সুলতান, কাজী আলতাফ, মোঃ ইসহাক, বারৈয়ারঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, সীতাকুÐ পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী শামীম, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর, মহিউদ্দিন মনজু, শফিউল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, সীতাকুÐ মহিলা আওয়ামী লীগের সেক্রেটারী শাহিনুর আক্তার বিউটি, সীতাকুÐ যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক জয়নব বেগম জলি, মহানগর যুবলীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রোবেল প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন