রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরের সাহেববাজার ওভার ব্রীজে ব্যানার টানানো নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের উত্তেজনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত সোমবার রাতে ওভার ব্রীজ থেকে সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের রমজানের শুভেচ্ছা জানানো ব্যানার সরিয়ে দিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যানার টানানো হয়। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে ওভার ব্রীজের নিজে রাস্তায় বসে ব্যানার সরিয়ে দেয়ার প্রতিবাদ জানান মেয়র বুলবুল। এ সময় বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। একই সঙ্গে ওভার ব্রীজের আরেক পাশে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ জানান, ওভার ব্রীজে সোমবার রাতে হঠাৎ করে সিটি মেয়র ও নগর বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যানার টানানো হয়। অথচ সেখানে মাস খানেক আগে থেকেই সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের একটি ব্যানার ছিল। ওই ব্যানারটি সরিয়ে মেয়র বুলবুলের ব্যানার টানানো হয়। তবে মেয়র বুলবুল দাবি করেন, জোর করে তার ব্যানার সরিয়ে ফেলেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন