চট্টগ্রাম ব্যুরো : নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ আরাফাত (১৯) ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। স্থানীয় পপুলার জিম নামের একটি ব্যায়ামগারের বিরোধের জেরে এই হত্যাকাÐ ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় গতকাল (মঙ্গলবার) মোঃ বাপ্পি ও আতিফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ছুরিকাঘাত করে আরাফাতকে ফেলে যাওয়ার পর বিপুল সংখ্যক মানুষ জমে গেলেও তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসছিল না।
ডিউটি শেষে ওই পথ দিয়ে ফেরার সময় চান্দগাঁও থানার এসআই সাইফুদ্দিন তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার ওসি আবুল বশর বলেন, পপুলার জিমে নিয়মিত ব্যায়াম করতে যেতেন আরাফাত। সেখানকার কেয়ারটেকার আরমানের সঙ্গে তার বিরোধ ছিল। আরাফাতকে পেয়ে তার গলার নিচে ছুরিকাঘাত করে আরমান ও তার সহযোগীরা। তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন