ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আজ শেষবারের মতো মা’কে দেখাতে অভিনেত্রী তাজিন আহমেদের লাশ নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।
আজ বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে লাশ কারাফটকে নেওয়া হয়। এসময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানান, অভিনেত্রী তাজিনের মা চেক ডিজঅনার মামলায় প্রায় ২ বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় করাগারে বন্দি রয়েছেন। তাই শেষবারের মতো মা’কে দেখাতে তাজিনের লাশ কারা ফটকে আনা হয়। পরে তাজিনের মা’কে কারাগারের ভেতর থেকে কারা ফটকে এনে মেয়ের লাশ দেখানো হয়। কিছু সময় পরেই আবার তাজিনের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আজ বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন