মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী ফ্লাইট এমএইচ৩৭০ খুঁজতে নিয়োগকৃত মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি পর্যালোচনা করা হবে জানিয়ে এর ইতিও ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর এসব কথা জানিয়েছেন মাহাথির। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীসহ ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়ে যায়, যা বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন