খুলনা ব্যুরো : খুলনা নগরীর আড়ংঘাটা থানার গাইকুড় মধ্যডাঙ্গায় এক ঠিকাদার বিএনপি নেতা এস এম আলগীর আলমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলগীর আলমকে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে হত্যা করা হয় বলে আড়ংঘাটা থানার পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্মাণকাজের ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত এবং দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন। রাত পৌনে ১১টার দিকে তিনি বাড়িতে ঢুকার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন